২১ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের অভিযানে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় হিলি সিপি মোড়ের আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে জাহিদ হাসান (২০) ও শামীম আহমেদ (২৮) নামক দুই জন মাদক ব্যবসায়ীকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃত আসামীরা হলেন, হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান। একই গ্রামের ওহেদ ইসলাম এর ছেলে শামীম আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্ ইনচার্জ ওসি আবু সায়েম মিয়া জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, হিলি সিপি মোড়ে ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে ভারতীয় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে দুই জন মাদক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্হলে এএসআই আনিছুর রহমান, এএসআই নাদের হোসেন ও এএসআই মাসুদ রানাসহ পুলিশের একটি চৌকস দল পৌঁছে সন্দেহ ভাজন দুই জনকে আটক করে তল্লাশি চালায়। এসময় আসামীদের নিজ হেফাজতে লুকিয়ে রাখা ৩০০পিচ ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
আটক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।