২১ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি,মাছের পোনা অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দীপক কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।আলোচনা সভা শেষে মাথাভাঙ্গা নদী (পুলিশ পার্ক সংলগ্ন) চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্ত করা হয়