২১ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিচ ইয়াবাসহ মাসুম( ৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝি বাড়ির পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আঃ মান্নানের ছেলে ।
শনিবার (২২জুলাই) এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ডিবির এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং -১১।
এজাহার সূত্রে জানাযায় , শুক্রবার রাত ৮টার দিকে দেহেরগতি ইউনিয়নের মাঝি বাড়ির পুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বরিশাল ডিবি পুলিশ । এসময় মাসুম নামের মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১কেজি গাঁজা ২০০পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বরিশাল ডিবি পুলিশের এস আই ওবায়দুল বলেন, দীর্ঘ দিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছে মাসুম। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার আলী আজিম বলেন, গ্রেফতারকৃত আসামি মাসুমকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।