২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি: শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় নিহত কৃষক দল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আমতলা রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ করে। শহরের আমতলা বিএনপির কার্যালয় থেকে শোক র্যালী শুরু হয় পোস্ট অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয় । রাস্তায় দাঁড়িয়ে বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শাহাদাত হোসেন সরকারের তীব্র সমালোচনা করে এবং পুলিশ বাধা দেওয়ায় তীব্র নিন্দা জানান।