২১ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
জীবিকার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব পঙ্গুত্ববরন কারী বাবু

জীবিকার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব পঙ্গুত্ববরন কারী বাবু

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে গাছে থেকে পড়ে কোমরের হাড় ভেঙে আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন বাবু খান (৩০) নামে এক যুবক । জমানো কিছু টাকা দিয়ে কিনেছিলেন একটি ট্রলার, সেটি ভাড়া দিয়ে যা পেতো তা দিয়ে চলতো তার জোড়াতালির সংসার।

বাবা দেলোয়ার হোসেনের মৃত্যুর পর স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে শহরের কিফাইতনগর এলাকার বসবাস করেন তিনি। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোররাতে একমাত্র শেষ সম্বল ট্রলারটিও নিয়ে যায় চোরে।জীবিকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে বাবু।

বাবু খান জানান, কিশোর বয়স থেকে গাছ শ্রমিকের কাজ করি। ২ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছি। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা করিয়ে সুস্থ হলেও চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়। দুর্ঘটনার ৭মাস আগে জমানো টাকায় ট্রলার কিনছিলাম। এতো জখম, বিপদের পরেও ট্রলার বিক্রি করিনি। ট্রলার ভাড়া দিয়েই যা পাইতাম তা দিয়ে সংসার ও সন্তানের পড়ালেখার খরচ চালাতাম। গাবখান ফেরিঘাট এলাকায় মসজিদের ঘাটে নোঙর করা থাকতো। বৃহস্পতিবার ভোর রাতে চোরচক্র সেই ট্রলারটি নিয়ে যায়। এখন আমার সংসার ও আমার সন্তানের পড়ালেখার খরচ কিভাবে জোগাড় করবো।

স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল খান, আলি হোসেন হাওলাদার জানান, বাবু ভালো ও ভদ্র মানুষ। গাছের শ্রমিক হিসেবে কাজ করে জিবীকা নির্বাহ করত। গাছ থেকে পড়ে গিয়ে কোমড় ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় হাত পেতে দান, অনগদানে তাকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করি। দুর্ঘটনার শিকার হবার ৭ থেকে ৮মাস আগে ট্রলার কিনছিল, শতকষ্টের মাঝো ট্রলার বিক্রি না করে অবলম্বন হিসেবে জীবনের বাকিটা পথ চলতে চাইছিল। চুরি হয়ে যাওয়ায় এখন বাবুর সব শেষ হয়ে গেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, বাবুর ট্রলার চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019