২২ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ঐতিহ্যবাহী সূর্যমনি মেলা কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বাদল কৃষ্ণ সাহা (৮৫) আর নেই। ১৫ জুলাই শনিবার রাত সোয়া ১১টার দিকে তিনি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে পরলোকগমণ করেন। প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। ১৬ জুলাই রোববার দুপুরে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়। তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড,অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,বানারীপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###