২১ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: আবারও বিতর্কে জড়িয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। গত বছর মহানবী (সা.)কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা এবার বন্দুক বহনের লাইসেন্স পেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স চেয়ে আবেদনের পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এ লাইসেন্স দিয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৬ মে টেলিভিশন অনুষ্ঠানে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। এ ঘটনার পরপরই শুরু হয় তোলপাড়। ভারতের পাশাপাশি সমালোচনা ঝড় ওঠে আন্তর্জাতিক মহলেও। নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কারও করে বিজেপি।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ইসলাম ধর্ম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ‘দেশে আগুন লাগানোর’ জন্য গত বছরের জুলাই মাসে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেন আদালত।
এদিকে আদালতের পর্যবেক্ষণের পর থেকে জীবননাশের হুমকি পাওয়ার দাবি করেন নূপুর। এজন্য পুলিশি নিরাপত্তাসহ বন্দুকের লাইসেন্স চেয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বৃহস্পতিবার তাকে বন্দুক বহনের লাইসেন্স দেয়।