১৭ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন, ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি! বাবুগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর: ডোনাল্ড লু
আমার কি ক্ষমতা আছে আম্পায়ারকে রাজি করানোর: প্রশ্ন সাকিবের

আমার কি ক্ষমতা আছে আম্পায়ারকে রাজি করানোর: প্রশ্ন সাকিবের

অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান কি সংবাদ সম্মেলনে কিছু গোপন করে গেলেন? বৃষ্টির পর আম্পায়াররা ভেজা আউটফিল্ডেই খেলা শুরু করতে চাইলে বাংলাদেশ অধিনায়ককে আম্পায়ারের সঙ্গে অনেকটা সময় তর্ক করতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, সাকিব ভেজা মাঠে খেলতে চাইছিলেন না। কিন্তু আম্পায়াররা ভেজা আউটফিল্ডের বিষয়টি আমলে আনেননি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, আসলে কী ঘটেছিল তখন? আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছে? ভেজা মাঠে খেলতে চান না, এই ব্যাপারে আম্পায়ারকে কি রাজি করাতে চেয়েছিলেন?

এমন প্রশ্নে সাকিবের কৌশলী উত্তর, ‌‘আমার কি ক্ষমতা আছে আম্পায়ারদের কোনো কিছুতে রাজি করানোর!’

পরে সাকিব জানালেন, তেমন কোনো কিছু নিয়ে তর্ক হয়নি। টাইগার অধিনায়কের দাবি, ‘আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানাচ্ছিলেন আমাদের পরিবর্তিত লক্ষ্য কী, পরিবর্তিত নিয়ম কী। আমাদের কত ওভার আরো খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কী হবে। এটুকুই।’

ভেজা আউটফিল্ডে খেলানোর সিদ্ধান্ত কি ঠিক ছিল? এমন প্রশ্নও কৌশলে এড়িয়ে যান সাকিব। বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে কেউ এটা ঠিক নাকি বেঠিক, এটা নিয়ে আলোচনা করিনি। আমরা খেলতে চেয়েছি, আমরা জিততে চেয়েছি। সকলে তাদের সেরা চেষ্টা করেছে।’

ভেজা মাঠে রান নিতে গিয়ে লিটন দাসকে দুইবার পিছলে পড়ে যেতেও দেখা যায়। তবে সাকিব এসব নিয়ে অজুহাত তুললেন না।

টাইগার দলপতির কথা, ‘৫ ওভারে ৫২ রান, হাতে ৮ উইকেট; এরকম কন্ডিশনে আমাদের এটি করে ফেলা উচিত ছিল। আমাদের যেমন ব্যাটিং লাইনআপ ছিল, আমি বিশ্বাস করছিলাম যে আমরা ওই রান তাড়া করতে সামর্থ্যবান ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019