২১ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে দেখা গেছে ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। এ ছাড়া রাশিয়ার দুই হাজার সাঁজোয়া যান ধ্বংস বা দখল করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
তিনি বলেন, এর মধ্যে অন্তত ৫৩০টি ট্যাঙ্ক, ৫৩০টি সেনা বহনকারী যান এবং ৫৬০ পদাতিক যুদ্ধ যান রয়েছে। এ ছাড়া রাশিয়া ৬০টির বেশি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান হারিয়েছে। সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
বিবিসি জানিয়েছে, রাশিয়ান সেনা হতাহতের এই মূল্যায়ন ছাড়াও ইউক্রেনে নতুন করে আরও সামরিক সরঞ্জাম পাঠানোর বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
বেন ওয়ালেস বলেন, এখন পর্যন্ত রাশিয়া তার ‘নির্ধারিত লক্ষ্যের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে’। আর ইউক্রেনীয়রা তাদের ‘জীবনের জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে’।