২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজিবুল হোসেন দামুড়হুদা থানা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার এক ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার সুপার মুফতি
মোঃ গোলাম কিবরিয়া (৬২)
কে আটক করেছে পুলিশ।
তিনি দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে মৃত হায়দার আলী ছেলে ও দর্শনা দক্ষিন চাদপুর হল্ট ষ্টেশন তেঁতুলতলায় অবস্থিত মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক এবং দর্শনা ওলামা পরিষদের সভাপতি।
বৃহস্পতিবার সকালে দর্শনা থানা পুলিশ মাদরাসা থেকে তাকে আটক করেছে।
ধর্ষিতার মাতা সপ্না খাতুন বলেন, আমার মেয়ে (১১) কে দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার সুপার মুফতি মো গোলাম কিবরিয়া গত ১০/১১ দিন আগে বিভিন্ন ভয়ভিতি প্রলভেন দেখিয়ে আমার শিশু মেয়েকে ধর্ষন করে।
সে ভয়ে আমাদের কে না জানালেও বিষয়টি তার সহপাটিদের জানায়। ঘটনাটি সে শয্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে আমার কাছে সে শিকার করে। আমার জানার পর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করি।
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এএইচ এম লুৎফুর কবির বলেন, দর্শনা থানাধীন হরিসপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার এক ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের শিকার হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতার পিতা বাদি হয়ে থানায় একটি নারীও শিশু ধর্ষন নির্যতন আইনে একটি মামলা দায়ের করলে মাসুমা মহিলা মাদ্রাসা থেকে পরিচালক গোলাম কিবরিয়া কে গ্রেফতার করেছি। ভিকটিমকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।
সিন-১ দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তদন্ত আমান। #