২১ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
প্রায় দুই বছর পর আজ রবিবার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয় ৪০টি দেশের প্রায় ৬০টি বিমান সংস্থাকে ভারতে সেবা শুরু করার বিষয়ে অনুমতি দিয়েছে।
ঘোষিত নতুন নিয়মে বলা হয়েছে, বিমানের কেবিন ক্রু সদস্যদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) কিট পরতে হবে না। তবে বিমান চলাকালীন যদি কারও সংক্রমণের লক্ষণ দেখা যায়, তবে তখন ব্যবহারের জন্য পর্যাপ্ত পিপিই কিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনা চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহারের বিধি বিমানবন্দর এবং বিমানে বাধ্যতামূলক রাখা হয়েছে। পূর্বের মতো মেডিকেল ইমার্জেন্সির জন্য তিনটি সিটও খালি রাখতে হবে না। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের বিমান সংস্থাগুলি।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। একই বছরের জুলাইয়ে এয়ার বাবলের মাধ্যমে ভারতের সাথে বিভিন্ন দেশের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছিল।
সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস