২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-
আজ ৫ ডিসেম্বর, ২০১৯ খ্রি. আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয় ঢাকা রেঞ্জ পরিদর্শন করেন। এসময় তিনি ঢাকা রেঞ্জ অফিসের মাসিক অপরাধ সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি, সিআইডি জনাব মোঃ মাইনুল হাসান, পিপিএম সেবা মহোদয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। সভায় অক্টোবর/২০১৯ মাসের ঢাকা রেঞ্জের অপরাধ পর্যালোচনা করা হয়। 
সভায় রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার)। এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ কনস্টেবল ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি মহোদয়।
আইজিপি মহোদয় ঢাকা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।