০৩ মে ২০২৪, ০১:১১ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা দশে সাকিব//

ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা দশে সাকিব//

অনলাইন ডেস্ক

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। একই সঙ্গে ব্যাটিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। এছাড়া অলরাউন্ডারের তালিকায় সাকিব আগে থেকেই আছেন শীর্ষে।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়। মঙ্গলবার শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে সাকিবের শিকার ৮ উইকেট। সাকিবই ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এতেই ওয়ানডে বোলারদের তালিকায় সাকিব উঠে এসেছেন ৮ নম্বরে।

এছাড়া জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের সংগ্রহ ছিল ১৪৫ রান। সিরিজের প্রথম ম্যাচে ১৯ রান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের ৯৬ রানের অপরাজিত ইনিংস আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের ছিল ৩০ রানের ইনিংস। আর এতেই ব্যাটিং উন্নতি করে সাকিব র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ, তার অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে।

ব্যাটিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এক ধাপ এগিয়ে এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ২৩ নম্বরে।

তবে ওয়ানডেতে ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেলর ও অ্যারন ফিঞ্চ আছেন শীর্ষ পাঁচে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019