২১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়ার পর প্রথমবারের মতো আদালতে একটি শুনানিতে অংশ নিয়েছেন অং সান সু চি। সোমবার ওই শুনানি অনুষ্ঠিত হয়। সুচির আইনজীবীর বরাত দিয়ে আজ এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
Thae Maung Maung নামের ওই আইনজীবী বলেছেন, আদালতে হাজির সু চিকে সুস্থ মনে হয়েছে। সু চি শুনানির আগে তার আইনজীবী দলের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেন।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। সামরিক শাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।