২১ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক
হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষের মধ্যে গাজায় বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়েছেন অভিনেত্রী মাইসা আবদ ইলাহাদি। নির্যাতিত ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হাইফা শহরে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছিলেন। আর সেই সময় ফিলিস্তিনি এই অভিনেত্রীর পায়ে গুলি করে ইসরায়েল পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর অভিনেত্রী মাইসা নিজেই জানিয়েছেন।
এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, আমি কখনও ভাবতে পারিনি যে এমন পোস্ট লিখতে হবে। এটা লেখার সময় আমি লজ্জিত, কারণ এর থেকে বেশি ব্যথা আর দুঃখ আমাদের লোকেরা সহ্য করছে।
তিনি আরও বলেন, আমি জানি না যে আমার পায়ে গ্রেনেড না অন্যকিছু লেগেছিল, কিন্তু এটুকু মনে আছে যে আমি ব্যথায় চিৎকার করছিলাম। আমি পায়ের অবস্থা দেখে আঁতকে উঠেছিলাম। এরপর বিক্ষোভ দেখানো মানুষেরা আমাকে সেখান থেকে বের করে নিয়ে যায়।
অভিনেত্রী মাইসা অভিযোগ করে বলেন, ইসরায়েলি পুলিশ আর সেনারা গুলি করা থেকে মোটেও দ্বিধা করে না। এর আগেও বহুবার তারা এ কাজ করেছে। আমরা এখন এমন এক যুদ্ধের সম্মুখীন, এক মাত্র ভাগ্যই আমাদের বাঁচাতে পারে।