২১ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ওয়েব ডেস্ক
ভারতের কর্নাটক রাজ্যের চামরাজনগর জেলা হাসপাতালে অক্সিজেন সংকটে অন্তত ২৪ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (০২ মে) রাত ১২টা থেকে ভোর ২টার মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় তাদের মৃত্যু হয়। সোমবার (০৩ মে) রাজ্যটির এক কর্মকর্তা এ তথ্য জানান।
এনডিটিভি খবরে জানা গেছে, হাসপাতালটিতে ১৪৪ রোগী চিকিৎসাধীন।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা এ ঘটনা কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।
এদিকে এক টুইটে এ ঘটনা তুলে ধরে ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনা মোকাবিলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের সমালোচনা করেছেন।
করোনা শুরুর পর থেকে চামরাজনগর জেলায় মোট ১১ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।