০৩ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন বাকেরগঞ্জের দাড়িয়ালে সড়ক নির্মানে দূর্নীতি ও অনিয়ম
সিলেটের জেলা প্রশাসক বরাবরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি পেশ।

সিলেটের জেলা প্রশাসক বরাবরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি পেশ।

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বরাবরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রিক্সা শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসা এবং রমজান ও ঈদকে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্ট পর্যন্ত পূর্বের ন্যায় রিক্সা চলাচলের দাবীতে স্মারকলিপি পেশ করেছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর নেতৃবৃন্দ।
১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন খান, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক কুরবান আলী, সদস্য মোবারক আলী, শ্রমিকনেতা আবুল হোসেন, আবুল কাশেম, সালমান আহমদ, বোরহান উদ্দিন বিরাই, কাওছার আহমদ প্রমুখ।
স্মারকলিপি সূত্রে জানা যায়, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেটের রিক্সা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে একটি পুরতান সংগঠন। ১৯৯৩ সাল থেকে সিলেটের রিক্সা শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ও দাবী আদায়ের লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এই শ্রমিকরা কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উল্লেখযোগ্য ভ‚মিকা রেখে যাচ্ছে। বিশ^ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিলেটের জনসাধারণ কম চলাচল করছেন ফলে সাধারণ শ্রমিকদের রোজগার একেবারে কমে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিত্তবানরা বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য মজুত করছেন। ফলশ্রæতিতে অসাধু ব্যবসায়িরা দ্রব্য মূল্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন। এহেন পরিস্থিতিতে দ্রব্য মূল্য শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে শ্রমিকরা অনেকটা কষ্টে জীবনানিপাত করছেন। এই পরিস্থিতি অব্যহত থাকলে সিলেটের রিক্সা শ্রমিকরা অমানবিক কষ্টে নিপতিত হবে। বিষয়টি অতীব জরুরী বিধায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিলেটের দরিদ্র রিক্সা শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019