২১ নভেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্ম বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে খাগড়াছড়ির ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নে প্রীতিভোজের আয়োজন করা হয়।
১০ নভেম্বর রবিবার দুপুরে রিজিয়ন সদর দপ্তরের শহীদ মুশফিক হলে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রীতি উপহার তুলে দেন রিজিয়ন কমান্ডার।
এসময় রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বি, জি.টু.আই মেজর মঈনুল আলম’সহ বিভিন্ন ধর্মীয় গুরু, গণমাধ্যমকর্মী ও পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।