২৩ নভেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠিতে এক অসহায় পরিবারের তিন বছরের এক শিশুর চোখের ছানি অপারেশনের ব্যায়ভার বহন করেছেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
জানাগেছে, ঝালকাঠি পৌর শহরের বসুন্ধরা রোড এলাকার আব্দুল লতিফ হাওলাদারের শিশুপুত্র তানবিনের দুটি চোখে ছানি পড়া রোগে আক্রান্ত হয়। এর ফলে শিশুটি দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভোগে। এদিকে অর্থাভাবে তানবিনের চোখের ছানি অপারেশ করাতে পারছিলেন পরিবার। পরবর্তীতে তানবিনের বাবা আব্দুল লতিফ তাঁর সন্তানের এ সমস্যার কথা ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে জানান। সাথে সাথে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অসুস্থ শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন।
গত ২১ জানুয়ারি ঢাকার ইস্পাহানি চক্ষু হাসপাতালে শিশু তানবিনের চোখেরর ছানি অপারেশন করা হয়। এর পর থেকে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
উল্লেখ্য, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে যোগদানের পর থেকেই জেলার অসহায় অনেক মানুষকে সহায়তা করে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন।