০৭ মে ২০২৪, ১১:৩২ অপরাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী…. বরিশাল জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী…. বরিশাল জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালী জাতি চির ঋণী হয়ে থাকবে। বাঙালী জাতিকে শোষণ-বঞ্চনা ও পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে তিঁনি একটি স্বাধীন-সার্বভৌম স্বদেশ,মানচিত্র ও লাল-সবুজ পতাকে উপহার দিয়েছেন। আর এ জন্য তিঁনি তাঁর মাত্র ৫৫ বছরের জীবনের ১৪ বছর অর্থাৎ এক চতুর্থাংশ সময় জেলের অন্ধকার প্রকোষ্টে কাটিয়েছেন। এবং সপরিবারে তাঁকে জীবন দিতে হয়েছে। ১ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় বানারীপাড়ায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরও বলেন বানারীপাড়াকে উন্নত,আদর্শ ও আলোকিত উপজেলায় রূপান্তর করা হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত
সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আললহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজীব আহমেদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রয়া ত্রিপুরা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,শহিদুল ইসলাম,রাহাদ আহম্মেদ ননী,সাইফুল ইসলাম শান্ত ও মাইনুল হাসান মোহাম্মদ,সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বিডিএসএর এরিয়া ম্যানেজার এটিএম মোস্তফা সরদার,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,সভাপতি সুমন হোসেন মোল্লা,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য স্বপন মাঝী প্রমুখ। এদিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মতবিনিময় সভার পূর্বে চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সভা শেষে তিনি বানারীপাড়া পৌর শহরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
###
ছবির ক্যাপশনঃ বানারীপাড়ায় মতবিনিময় সভায় বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথির বক্তৃতা করছেন।

বানারীপাড়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও ইউএনও রিপন কুমার সাহা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019