২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”- পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”- পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই ¯েøাগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অবিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ।
গত ২০.০২.২০২১ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা থানাধীন শংকরচন্দ্রপুর বসতিপাড়া গ্রামের মোঃ উসমান মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ১৭.০২.২০২১ খ্রি. তারিখে তার স্ত্রী মানিয়ার কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুলিশ কন্ট্রোল রুমে তার বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য (ক) নিউবর্ণ বেবী প্যাকেজ, (খ) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়, পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে পুলিশ সুপার ও তার পরিবারের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। এছাড়াও (২) মোঃ সুজাত ও মোছাঃ পায়েল খাতুন দম্পতি সাং-নবীনগর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ১২.০২.২০২১ খ্রি. তারিখ তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, (৩) মোঃ তারিক হাসান ও আফরোজা খাতুন দম্পতি সাং-সুবদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৪) মোঃ আতিকুর রহমান ও শিরিনা খাতুন, সাং-ভীমরুল্লাহ, থানা ও জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ০২.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৫) মোঃ শুশান্ত, সাং-হাতিকাটা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ০১.০২.২০২১ খ্রি. তারিখে তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
এছাড়াও (৬) মোঃ পলাশ ও বাবলী খাতুন, সাং-ইব্রাহিমপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০২.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৭) মোঃ একরামুল ও মোছাঃ আসমা খাতুন দম্পতি সাং-কানাইডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১১.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৮) মোঃ হাকিম ও মুসলিমা খাতুন দম্পতি সাং-চন্দ্রবাস,থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ২৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। এবং (৯) মোঃ জসিম ও রতœা খাতুন, সাং-রঘুনাথপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৪.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১০) মোঃ স্বপন ও শাহিনা খাতুন, সাং-গয়েশপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৭.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১১) মোঃ কামরুল হাসান ও রুপালী খাতুন, সাং-লক্ষীপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৭.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে।

এছাড়াও (১২) মোঃ জুয়েল ও জাকিয় খাতুন, সাং-সুটিয়া, থানা-জীবননগর,জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১৬.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে।
(১৩) মোঃ টিপু সুলতান ও মোছাঃ লতিফা দম্পতি সাং-ঠাকুড়পুর, থানা-দর্শনা, জলা-চুয়াডাঙ্গা জানায় গত ২৮.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৪) মোঃ তারেক হাসান ও মোছাঃ লিপা খাতুন দম্পতি সাং-ঝাটিকাপাড়া, থানা-দর্শনা, জলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৭.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে।
(১৫) মোঃ বাদল ও মোছাঃ পারভীনা খাতুন দম্পতি সাং-কয়রাডাঙ্গা, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৪.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৬) মোঃ রনি মিয়া ও মোছাঃ হালিমা খাতুন দম্পতি সাং-মাদারহুদাা, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৭.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৭) মোঃ আতিয়ার ও মোছাঃ পাপিয়া খাতুন দম্পতি সাং-বাড়াদী, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৫.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৮) মোঃ রশিদুল ও মোছাঃ ইসমোতারা খাতুন দম্পতি সাং-ভাংবাড়ীয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৪.০২.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে।
সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্যসহ উল্লিখিত পরিবারের কাছে উপহার সামগ্রী নিয়ে তাদের বাসায় উপস্থিত হন। এপর্যন্ত ৪৬২ টি কন্যা শিশু পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়েছে। পুলিশ সুপারের এই ব্যতিক্রমী কর্মকান্ডের প্রশংসা এখন স্থানীয় জনসাধারণের মুখে মুখে। কন্যা সন্তান জন্ম নেওয়ার কারনে সংসারে কলহ সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগ হতে পারে সমাজের ঐ সকল পরিবারের জন্য ইতিবাচক বার্তা।
পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরনে সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019