২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয় আসবাবপত্র ও ছবি ভাংচুরর অভিযাগ উঠছে। ১৬ ফেব্রুয়ারি গভীর রাত দুল্যাতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযাগী সংগঠনর দলীয় কার্যালয় এ ঘটনা ঘটে। এতে জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রী ছবি সহ আসবাবপত্র ভাংচুর করছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক। এ বিষয় লক্ষ্মীছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছ। লক্ষ্মীছড়ি উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক এই ঘটনার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয় অপরাধীদর দ্রুত আইনর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূণ কবীর সাংবাদিকদের জানান, এ বিষয় একটি লিখিত অভিযাগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লখ্য ঘটনার আগের দিন দুপুর হতে দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ মাসিক ৩০ কজি হারে ভিজিডির চাল বিতরণর কার্ড ইস্যুকে কেদ্র করে ¯ানীয়দর মধ্যো মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেদ্র করে দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটাত পার বল ধারনা করা হছ।