২১ নভেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করতে গোপালগঞ্জ যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদান করা উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে দশটার দিকে বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতা ও দপ্তর প্রধানদের নিয়ে গোপালঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
মুঠোফোনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, ” স্যার এখন পথে, কিছুক্ষণ আগে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে গাড়িবহরে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় উপাচার্য হিসেবে গত ০৬ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।