২২ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে লোডিং-আনলোডিং রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আর.সি.সি) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় দর্শনা রেলইয়ার্ডে আর.সি.সি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে পাকশী’র বিভাগীয় প্রকৌশলী-১, বীরবর মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন হাজী আলী আজগার টগর, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রাক) আসাদুল হক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌরমেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক বিশিষ্ট ঠিকাদার আরিফিন হক রঞ্জু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট ‘র উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই ডাব্লিউ চুয়াডাঙ্গার হাবিবুর রহমান, দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মিজানুর রহমান, আতিয়ার রহমান হাবু, দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের এন আরবি ইনচার্জ ইন্সপেক্টর হাসান সিহাবুল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।