২২ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজিবুল হোসেন
দামুড়হুদা থানা প্রতিনিধি
গত ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এর মাধ্যমে।পরে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের জন্য টিকা গ্রহণ করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহাবুব রহমান কাজল। মঙ্গলবার (৯ই ফেব্রুয়ারি) বেলা ২টার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিৎলা দামুড়হুদা থেকে দর্শনা থানার পুলিশ সদস্যদের মধ্যে তিনি সর্বপ্রথম এই টিকা গ্রহণ করেন। অফিসার ইনচার্জ এর পরে থানার ২য় পুলিশ সদস্য হিসেবে টিকা গ্রহণ করেন কনস্টেবল রাকিব। পর্যায়ক্রমে থানার অন্যান্য পুলিশ সদস্যরাও টিকা গ্রহণ করবেন বলে জানা গেছে।
টিকা গ্রহণ করার পর তারা দু’জনই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন। কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পর্যন্ত হয়নি এবং হবেনা বলে আশাবাদী তারা দু’জনই। পাশাপাশি অন্যদের ও করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য সকলকে উৎসাহিত করেন অফিসার ইনচার্জ মাহাবুব রহমান কাজল।
এ সময় তিনি বলেন টিকা প্রয়োগে দেশের পরিস্থিত আবারও স্বাভাবিক হবে, আবারো মানুষের কাজের গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান কাজল।
উল্লেখ্য, দেশের ১ম ধাপের করোনা মোকাবেলায় নিজের জীবনের মায়া ত্যাগ করে দর্শনাবাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে যেয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন অফিসার ইনচার্জ(ওসি) মাহাব্বুর রহমান কাজল। পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং থানায় যোগদান করেন।
মহামারী করোনা ভাইরাসের কবল হতে সুুস্থ্য থাকার লক্ষ্যে সকলকে এই টিকা শরীরে প্রয়োগ অতীব জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।