২২ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ
গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুলের। আজকের ক্রাইম-নিউজ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুলের। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি মনে করেন, দেশে একদলীয় অপশাসন চলছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সভাপতি ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এ এইচ এম কামরুজ্জামান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, মরহুম এ এইচ এম কামরুজ্জামান খান আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি মৃদুভাষী, সহনশীল, সজ্জন এবং নির্ভরযোগ্য রাজনীতিবিদ ছিলেন। আমাদের ব্যর্থতা আমরা এতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। তবে অতীতেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি।

তিনি বলেন, আমরা একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং আমরা এবারও জনগণকে সঙ্গে নিয়ে অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।

বাংলাদেশ মুসলিম লীগের আয়োজনে দলীয় মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খান, লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল কাজী আবুল খায়ের, মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, জমিওতে ওলামায়ে ইসলাম এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসনে আবুড়ি, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল সহ-সভাপতি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার-ই-আলম খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের চেয়ারম্যান সাইদুর রহমান, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম, বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আদনান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019