০৮ মে ২০২৪, ১০:০৮ অপরাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভোটকেন্দ্রে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক সিলেটে বিপুল উৎসাহ উদ্দিপনায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ চুয়াডাঙ্গায় নিজ ইচ্ছায় ৩৭ বছর পর অবসরে যাওয়া ঈমামকে রাজকীয় বিদায় দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ ঊনিশ টি কন্যা শিশুর পরিবারকে উপহার প্রদান: আজকের ক্রাইম-নিউজ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ ঊনিশ টি কন্যা শিশুর পরিবারকে উপহার প্রদান: আজকের ক্রাইম-নিউজ

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ ঊনিশ (১৯) টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হলো ফুল ও নতুন পোশাক

“কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ” পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অবিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ।

গত ১৬.০১.২০২১ তারিখ সকাল অনুমান ১০.১৫ ঘটিকার সময় সাং-হারদী থানা-আলমডাঙ্গা জেলা-চুয়াডাঙ্গা (১) মোঃ ইউনুস আলী ও মোছাঃ সেলিনা খাতুন, দম্পতি মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। পুলিশ কন্ট্রোল রুমে তাদের বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু—সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য (ক) নিউবর্ণ বেবী প্যাকেজ, (খ) মিষ্টি, (গ) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়, পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। এছাড়াও (২) মোঃ মিলন হোসেন ও মোছাঃ পলি খাতুন সাং—মোড়ভাঙ্গা, থানা—আলমডাঙ্গা জেলা— চুয়াডাঙ্গা দম্পতি মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুলিশ সুপার কন্ট্রোলরুমের মাধ্যমে এই সু—সংবাদ শোনা মাত্রই তার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঔ সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের জন্য (ক) নিউবর্ণ বেবী প্যাকেজ, (খ) মিষ্টি, (গ) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। ঐ দম্পত্তির পরিবারের লোকজন বিষয়টি দেখে আনন্দে হতবাক হয়ে যায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তদ্রুপ ভাবে পুলিশ কন্ট্রোলরুমের হটলাইন নাম্বারের মাধ্যমে (৩) মোঃ সাজেদুল ইসলাম ও চম্পা খাতুন সাং—দাসপাড়া, থানা—আলমডাঙ্গা জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১০.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৪) মোঃ মোস্তাফিজুর রহমান ও বিথী খাতুন, সাং—মোছাইনগর,থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১০.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৫) মোঃ লুৎফর রহমান ও আসমা খাতুন,সাং—নওদা, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৬) সুজন অধিকারী ও সাধনা অধিকারী, সাং—কালিদাসপুর সাদা ব্রীজ, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৭) মোঃ আশরাফুল ও মোছাঃ ফারহানা ইয়াসমিন, সাং—অভয়নগর, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৮) মোঃ ইকবাল হোসেন ও মোছাঃ তাছলিমা খাতুন, সাং—মুন্সিগঞ্জ, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (৯) মোঃ চাঁন মিয়া ও মোছাঃ রিনা খাতুন, সাং—ফুল বগাদি, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১০) মোঃ মিনারুল ইসলাম, সাং—বগাদি, থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখে তার স্ত্রীর একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১১)মোঃ ঠান্ডু মিয়া ও শিউলি খাতুন, সাং—ভোগাইল বগাদি,থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১২) মোঃ মাহাবুবুর রহমান ও সাবিনা ইয়াসমিন, সাং—ঘোষবিলা,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ০৭.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে।(১৩) মোঃ সোহেল রানা ও শিল্পী খাতুন,সাং—ভোগাইল বগাদি,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১০.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৪) মোঃ তায়ফু ও মুক্তা খাতুন, সাং—থানা পাড়া,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১৩.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৫) মোঃ বিপ্লব হোসেন ও সুর্বণা খাতুন, সাং—বন্ডবিল,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১১.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৬) মোঃ আল আমিন ও মৌসুমি খাতুন, সাং—খাসবাগুন্দা,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১২.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৭) মোঃ হাসান ও হালিমা খাতুন, সাং—চিৎলা,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১৫.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৮) মোঃ শামিম ও সুমাইয়া খাতুন, সাং—আসমানখালী,থানা—আলমডাঙ্গা,জেলা— চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় গত ১৫.০১.২০২১ খ্রিঃ তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৯) মোঃ আনিসুর রহমান ও শামিমা খাতুন,সাং—নতিডাঙ্গা,থানা—আলমডাঙ্গা,জেলা—চুয়াডাঙ্গা দম্পত্তি জানায় তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্যসহ উল্লিখিত পরিবারের কাছে উপহার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019