২২ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল শহরের হাসপাতাল রোড এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে ওই এলাকার মান্নান মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে তুলি শিমলাই (২৬) নামের তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তরুণী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ড রাখাল বাবুর পুকুর সংলগ্ন ফটোকপির দোকান মালিক রিপন সরখেলের স্ত্রী।
ওই গৃহবধূর স্বামী রিপন সরখেল জানান, ঘরে ফিরে দেখতে পান স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। বিষয়টি সাথে সাথে কোতয়ালি পুলিশকে অবহিত করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব হচ্ছে না।