২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পূর্ব পাইকপাড়া এলাকায় একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। ওই বাসার ছাদে বসে প্রায়ই মাদক সেবন করতেন একই এলাকার সুবোধ দাসের ছেলে কালু দাস। বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে গেলে কালু দাস তাকে পেছন দিক থেকে মুখে চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পুরোহিতের স্ত্রী ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যেতে সক্ষম হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১ নম্বর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইন্সপেক্টর হাসান খানজানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।