২২ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ই জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বাকিগুলো ও খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে বলে জানান, অভিযানের নেতৃত্বে থাকা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় পেশকার জিহন আলী, ইউনিয়ন ভূমি অফিসার রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি ইমদাদুল হক, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আতিকুল রহমান জুয়েলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।