২১ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে ভারত থেকে বাদ পড়ল জম্মু-কাশ্মীর। আজকের ক্রাইম-নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে ভারত থেকে বাদ পড়ল জম্মু-কাশ্মীর। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক
বড় ধরনের ভুল হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। বিভিন্ন রং ব্যবহার করে একটি বিশ্ব মানচিত্র প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে ভারত থেকে বাদ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখকে। এই ঘটনায় বেশ সাড়া পড়ে গেছে। ভারতীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

এই মানচিত্র প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের বাইরে দেখানো হয়েছে ডব্লিউএইচও’র মানচিত্রে। যেখানে পুরো ভারতকে গাঢ় নীল রংয়ে সাজানো হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য এই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও। তবে সেখানে রয়েছে নীল রংয়ের বর্ডার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ম্যাপ প্রকাশ করা হয়েছে কোভিড-১৯ ড্যাশবোর্ডে। ওই ওয়েবসাইটে কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, জাতিসংঘের দেয়া গাইডলাইন মেনেই তাদের মানচিত্র প্রকাশ করা হয়েছে।

তবে এই সাফাই মানতে নারাজ ভারতীয়রা। তাদের দাবি যেহেতু হুর পেছনে আর্থিক সাহায্য চীন থেকে আসে তাই এই ম্যাপ প্রকাশের পেছনে ষড়যন্ত্র রয়েছে বেইজিংয়ের। কিন্তু ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। তাহলে এ বিষয়টি কেন আগে চোখে পড়ল না?

এর আগে গত নভেম্বরে ভারতের বিতর্কিত একটি মানচিত্র প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। এক টুইটে তিনি পুরো বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেছিলেন সেখানে দেখা যায় জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ।

এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। এই টুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা যায়, বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের।

সেই টুইটে জম্মু কাশ্মীর লাল রংয়ের ছিল। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু জম্মু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়। উল্লেখ্য এমন সময় ম্যাপটি প্রকাশ করা হলো যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া। সব মিলিয়ে বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019