২২ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত টিমের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই জানুয়ারী) সকাল ১১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম থানায় সেবা প্রত্যাশী জনসাধারণের সাথে ভালো ব্যবহার ও আইনগত সহায়তা প্রদানের জন্য অফিসার-ফোর্সদের নির্দেশ প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেকসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে বিভিন্ন ধরনের মানবিক কাজ করে ইতোমধ্যে তিনি জেলার সর্বশ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার মতো এমন মানবিক পুলিশ চুয়াডাঙ্গা জেলাবাসী এর আগে আর কোনদিন দেখেনি বলে জেলাবাসীর অধিকাংশ মানুষই এই রিপোর্টারকে জানিয়েছেন।