২২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার বলেছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করেতুলছে গ্রামীণ নারীরা।
রোববার বিকেলে গৌরনদীউপজেলারমাহিলাড়াইউনিয়নপরিষদ কার্যালয়েরহলরুমেআমারবাড়িআমারখামারপ্রকল্পেরসুবিধাভোগীদেরনিয়েউঠান বৈঠকেপ্রধানঅতিথির বক্তব্যে তিনিআরওবলেন, সরকার পূর্বেরতুলনায় এ প্রকল্পেরসুযোগ-সুবিধাবৃদ্ধি করেছে। ফলেগ্রামীণএলাকারপ্রান্তিকজনগোষ্ঠী এ প্রকল্প থেকে ক্ষুদ্র ঋন নিয়েলাভবান হচ্ছে।
গৌরনদীউপজেলানির্বাহীঅফিসারবিপিন চন্দ্র বিশ^াসেরসভাপতিত্বে অনুষ্ঠিতউঠান বৈঠকেবিশেষঅতিথি ছিলেন গৌরনদীউপজেলাসহকারীকমিশনারভূমিআরিফুলইসলামপ্রিন্স, প্রধানমন্ত্রীরজাতীয়পুরস্কারপ্রাপ্তমাহিলাড়াইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বিভাগীয়কমিশনারকার্যালয়েরনির্বাহীম্যাজিষ্ট্রেটপিয়াস হোসেন। বক্তব্য রাখেনএকটিবাড়ীএকটিখামারপ্রকল্পের গৌরনদীউপজেলাসমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
একইদিন দুপুরে গৌরনদীউপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয়পরিদর্শনকালেবিভাগীয়কমিশনারকেগার্ড অফ অনারপ্রদানকরেন গৌরনদীমডেল থানাপুলিশেরসদস্যরা। পরেবিভাগীয়কমিশনারকেফুলেরশুভেচ্ছাজানানউপজেলাপ্রশাসনেরকর্মকর্তা-কর্মচারীরা। এসময়উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষিকর্মকর্তা মামুনুররহমান,উপজেলাপ্রকৌশলীঅহিদুররহমান,প্রকল্পবাস্তবায়নকর্মকর্তাআহসানহাবীব, খাদ্য পরিদর্শকঅশোককুমারপ্রমুখ।