২২ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
খুলনা-মোংলা রেল লাইনের জমি অধিগ্রহণকালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাগেরহাট জেলার রামপাল ভূমি অফিসের সার্ভেয়ারে কামাল হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে কামাল হোসেনের বিরুদ্ধে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারি পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মামলা করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, মামলার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন।
জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।