২২ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুম,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা
মো. বাদশা বালী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)। তিনি ছিলেন নিজ এলাকা এবং বানারীপাড়া পৌরসভার প্রিয় এক মুখ। শুক্রবার সকাল ৮টায় তিনি সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের
নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিনই বাদ আসর দিদিহার (বটতলা) জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ
দাফন করা হয়। তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মন্নান মৃধা, ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার,
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক
মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ইদ্রিস মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন সরদার, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মুসল্লিরা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু উপস্থিত হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য মরহুম বাদশা বালী বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম বালীর বড় ভাই।