২২ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রিয়াজ খান,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সংগঠনের নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান আসিফ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঝালকাঠির সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন মো: রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কৃতিপাশা ইউনিয়ন সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো: মোস্তফা কামাল বাবুল, সংগঠনের সাংবাদিক কল্যান বিষয়ক সম্পাদক এ কে এম মনজুরুল হক, ঝালকাঠি নাগরিক ফোরাম নেতা (বিএমএসএফ)এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ খান মো: আলমগীর হোসেন, সংগঠনের সহ-সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম বাবু, সুমন সমাদ্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সনি সহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা মহান মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করেন এবং দেশের জন্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এইচ এম রিয়াজ খান।
উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির জনক সহ জাতীয় ৪নেতা ও সকল মুক্তিযোদ্বাদের গভীর শ্রদ্বাভরে স্মরন করেন,এবং স্বাধীনতার সুফল গুলো সম্পর্কে আলোচনা করেন, তারা বলেন সেদিন জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি আর তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উজ্জ্বল নক্ষত্র, আজ পদ্মা সেতু র মত এত বড় একটি কাজ নিজেদের অর্থায়নে করতে পেরেছি এটাই আমাদের বিজয়ের সুফল,জাতির সূর্য সন্তানদের কৃতজ্ঞতা ভরে স্মরন করবে আজীবন এই জাতি।
উক্ত অনুষ্ঠানে একাত্মতা ঘোষনা করেন ঝালকাঠির অন্যতম সামাজিক সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss
এর পর আনন্দভোজের মাধ্যমে অনুষ্ঠানে র সমাপ্তি ঘোষণা করা হয়