২২ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ২৬ জন দুঃস্থ রোগীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা তার কার্যালয়ে এ চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংরক্ষিত এমপির ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমূখ। প্রসঙ্গত সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রধানমন্ত্রীর তহবিলের এ চিকিৎসা সহায়তা অনুদানের চেক এনে দেন। ###