২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: পুনর্গঠনের পর সোমবার চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরীর নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৫ সদস্যের বিশিষ্ট পার্বত্য খাগড়াছড়ি পরিষদ।
১৪ ডিসেম্বর সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পুনর্গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি।
খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিভিল সার্জন্ট ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মো. জাহেদুল আলম, সতীশ চন্দ্র চাকমা ও নিগার সুলতানাসহ জেলা পরিষদে হস্তান্তরিত সকল বিভাগীয় প্রধান, সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্টিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পূনর্গঠিত জেলা পরিষদ খাগড়াছড়ির নবনির্বাচিত চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী, সদস্য নির্মলেন্দু চৌধুরী, মো. আবদুল জব্বার, মো. মাঈন উদ্দীন, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, হিরণ জয় ত্রিপুরা, আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা, নীলোৎপল খীসা, মংক্যচিং চৌধুরী,রে¤্রাচাই চৌধুরী, মেমং মারমা, শতরুপা চাকমা ও শাহিনা আক্তার সকলে উপস্থিত ছিলেন। তবে এসময় উপস্থিত ছিলেন না বাতিল হয়ে যাওয়া পিরষেদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী।
পরে পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ অনুষ্ঠানে আগত সকল অতিথি ও নবাগত জেলা পরিষদ প্যানেল মধ্যাহ্নভোজে মিলিত হন।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ এর (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীণ পরিষদ পুনর্গঠনে গত ১০ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত পত্রে ১জন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য দিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন করে পুর্বের কমিটি বাতিল করেন।