২২ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃগোলাম রাব্বানী
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হলরুমে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ ৯ ডিসেম্বর বুধবার সকালে ১০টি ইউনিয়নে ৫০জন করে মোট- ৫০০ জনের মাঝে ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তবিবুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অঃদঃ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায়,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু সহ ১০টি ইউ.পি চেয়ারম্যানগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন