২২ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন: বহুল আলোচিত খাগড়াছড়ি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। (২০২১-২০২৩) ৩ বছরের জন্য নতুন কার্যকরি পরিষদ দায়িত্ব পালন করবে।
জানা যায়, নির্বাচনে ১০৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম। তার নিকটতম প্রতিদ্ধন্ধী বর্তমান সভাপতি তপন কান্তি দে পেয়েছেন ৫৪ ভোট।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দীন মোহাম্মদ। তিনি পেয়েছেন ৪৮ ভোট। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মনির আহমেদ। এছাড়াও ৮৯ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন, ৮৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মোস্তফা, ১০৭ ভোট পেয়ে দপ্তর সম্পাদক মোঃ নুরনবী। সদস্য পদে মোঃ রফিক উদ্দিন, বিকাশ দে, আব্দুর জব্বার নির্বাচিত হয়েছেন।
খাগড়াছছড়ি জেলার বহুল আলোচি ও সবচেয়ে বড় সমিতি কাঠ ব্যাবসায়ী সমিতি। মোট ১৬৫ ভোটারের মধ্যে ১৬১ ভোটার নির্বাচনে ভোটাধীকার প্রয়োগ করেছেন।