২২ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃসাখাওয়াত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সাখাওয়াত হোসেন জানান, গত ৫ দিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এরপর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।