২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে করোনারোধে পল্লী এলাকায় মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি, শতদশকাঠি ও ভীমরুলিতে ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সাধারণ সম্পাদক , শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক , রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু মাক্স বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মেহেদি হাসান, ফোরামের উপপ্রচার সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন বিমান, সদস্য, মো: মোশারেফ হোসেন, মুজিবর রহমান, রমেশ পাল, গৌতম দাস,কমলেস হালদার প্রমুখ। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে কৃষক, মেহনতি মানুষ ও দোকানদারদের মধ্যে শতাধিক মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।