২২ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: রাজধানীর ডেমরা এলাকার একটি লাইটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার মাতুয়াইল লাইট হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। আগুনের সূত্রাপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, রাজধানীর ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৫-৬-৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৩টি ইউনিট কাজ করছে। ওই লাইট কারখানায় ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।
সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে গিয়েছে।