২২ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে মহানবী(স:) কে ব্যঙ্গ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঝালকাঠির কলেজ মোড়স্থ বিশ্বরোডে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সালাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রেজাউল্লাহ খান, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান শাওন, যুবলীগ নেতা তুষার হাওলাদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনের আয়োজন ও সার্বিক সহযোগীতায় ছিলেন রেজওয়ান ইবনে জাকির(জিসান)।
বক্তারা মহানবীকে ব্যঙ্গকারী বিধর্মী নাস্তিক মুরতাদদের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।ঝালকাঠি অটোরিক্সা ও হোন্ডা শ্রমিক ইউনিয়নসহ সর্বস্তরের কয়েকশত ধর্মভীরু মুসলমান মানববন্ধনে অংশ গ্রহন করেন।