২২ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।(২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদার জয়রামপুরে বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা কালে সরকার নির্ধারিত মূল্য থেকে কিছু বেশি মূল্যে সার বিক্রয় করার অপরাধে
দুটি সারের দোকানের মালিক কে ৮,০০০/= ( আট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে । একটি দোকানে পাঁচ হাজার টাকা ও আর একটি দোকানে তিন হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন “একাধিকবার বলা সত্ত্বেও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।সরকার নির্ধারিত মূল্য থেকে কিছু বেশি মূল্যে সার বিক্রয় হচ্ছে। সাধারণ কৃষকদের সার বিক্রয়ের রশিদ প্রদান করা হচ্ছে না। এ সময় সকল সার ব্যবসায়ীকে পুনরায় সতর্ক করে দেন”। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,পেশকার জিনা আলী,দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম ।