২২ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। আজকের ক্রাইম-নিউজ

বরিশালে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে পৃথকভাবে বিভিন্ন নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে নগরীর বগুড়া রোডস্থ চৈতন্য স্কুলের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল প্রেস ক্লাবে এসে শেষ করে।

পরে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুল আহসান মনির, সাবেক মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল মীর জাহিদুল কবীর জাহিদ, জেলা যুবদল সহ-সভাপতি খসরুল আলম তপন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ ও এ্যাড আজাদ হোসেন প্রমুখ।

অপরদিকে সকাল টায় ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে জেলা যুবদলের সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে টাউন হল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, জেলা যুবদল সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল। এসময় অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ উদ্দিন বাবলু। পরে প্রায় তিন শতাধিক যুবদলের পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলনে কারাবরনকারী যুবদল নেতা ও কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা ছাড়াও দলের অসচ্ছল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন ও নগদ আর্থিক সাহায্য করা হয়।

এছাড়া দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল এক যুব সমাবেশের আয়োজন করে। এখানে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সদস্যরা মিছিল সহকারে এসে যুব সমাবেশে অংশ গ্রহণ করে।

মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে এখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, এ্যাড. মাজহারুল হক জাহান।

জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, বর্তমান সরকার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে। যার কারণে দেশে এখন আর গণতন্ত্র নেই। তারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের জেলে দিয়ে নির্যাতন করছে। তাই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যদিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ফটো ক্যাপশনঃ জেলা যুবদল সম্পাদক এ্যাড, এইচ এম তছলিমের নেতৃত্বে নগরীতে বণ্যাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে।
ফটোঃ বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মহানগর যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফটো-২) জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কারাবরনকারী নেতা কর্মীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019