২২ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার উজিরপুর ও বানারীপাড়া থানা এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মোহাম্মদ নাইমুল হক ও তাঁর সহধর্মিনী রেহানা ফেরদৌসী সহ পরিবারের অন্যান্য সদস্য গণ।এ সময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) জনাব আবু জাফর রহমতউল্লাহ, উজিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব জিয়াউল আহসান,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব হেলাল আহ্মেদ সহ পূজা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাইমুল হক এ সময় উপস্থিত ধর্মানুরাগী দের উদ্দেশ্যে বলেন “ধর্ম যার যার আনন্দ সবার। বাংলাদেশ সাম্প্রদায়িকতার অভিশাপ মুক্ত একটি দেশ। এদেশে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করতে পারে এবং সেই বিষয়টি নিশ্চিত করতে বর্তমান সরকার এবং প্রশাসন বদ্ধপরিকর। বরিশাল জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশের প্রতিটি সদস্য প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।