২২ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল পূজা মন্ডপ সমূহ ও করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার টিমের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্য্যালয়ের কনফারেন্স হলে এসব আর্থিক অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে জেলার ১২ টি অস্বচ্ছল পূজা মন্ডপকে বিশেষ অনুদান হিসেবে পাচঁশত কেজি চাউল ও করোনা মহামারীকালীন হিন্দু ধর্মাম্বলীদের সৎকার টিমের ২০ জন সদস্যকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিসা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীপক সাহা, সদস্য হলধর দাস ও প্রীতি রঞ্জন সাহা সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান