২২ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ১৬০টি দুর্গাপুজা মন্ডপে সরকারী বরাদ্দ ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেল ৫টায় শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দুর্গাপুজার ১৬০টি মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারী বরাদ্দ ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক কেএম আজাদ রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হরেকৃষ্ণ হালদার ও পুজারীদের পক্ষে হরেকৃষ্ণ রায় পলাশ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ১৬০টি পূজামন্ডবের সদস্যরা উপস্থিত ছিলেন।