২১ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এমন,আইসুজন,নীলফামারী জেলা প্রতিনিধি||নীলফামারীর ডিমলায় সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা শহীদ মিনার চত্বরে ডোমার উপজেলার বোড়াগাড়ী হতে ডিমলা উপজেলার শহীদ মিনার পর্যন্ত ৫+০০০ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্থে উন্নিত করণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ প্রমুখ।
উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম জানান, মোট ৫ কোটি ৫০ লাখ টাকার অধিক ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের বাস্তবায়ন করছে এলজিইডি।